অভ্যন্তরীণ ৫টি রুটে টিকিটের মূল্য কমিয়েছে
দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। রুটগুলো হলো চট্টগ্রাম,
কক্সবাজার, যশোর, সৈয়দপুর ও সিলেট। যাত্রীরা ১২ অক্টোবর থেকে নতুন ভাড়ায়
নভোএয়ার-এ ভ্রমণ করতে পারবেন।
একমুখী যাত্রায় ঢাকা থেকে চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ভাড়া ২৫০০ টাকা, আর কক্সবাজার রুটে ৩৯০০ টাকা। যশোর, সৈয়দপুর ও সিলেট প্রতিটি রুটে ঢাকা থেকে একমুখি ভাড়া ২৭০০ টাকা করে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫টি, যশোর রুটে ৩টি, সৈয়দপুর রুটে ৩টি, কক্সবাজার রুটে ২টি ও সিলেট রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। দেশের বাইরে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে ঢাকা-কলকাতা রুটে।
২০১৩ সালের জানুয়ারিতে নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করে। সঠিক সময়ে উড্ডয়ন ও সর্বোত্তম যাত্রী সেবা দিয়ে এরইমধ্যে যাত্রীদের পছন্দের এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে নভোএয়ার।
নভোএয়ার এর তথ্য জানতে কল করুন ১৩৬০৩ নম্বরে বা ভিজিট করুন flynovoair.com।
একমুখী যাত্রায় ঢাকা থেকে চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ভাড়া ২৫০০ টাকা, আর কক্সবাজার রুটে ৩৯০০ টাকা। যশোর, সৈয়দপুর ও সিলেট প্রতিটি রুটে ঢাকা থেকে একমুখি ভাড়া ২৭০০ টাকা করে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫টি, যশোর রুটে ৩টি, সৈয়দপুর রুটে ৩টি, কক্সবাজার রুটে ২টি ও সিলেট রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। দেশের বাইরে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে ঢাকা-কলকাতা রুটে।
২০১৩ সালের জানুয়ারিতে নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করে। সঠিক সময়ে উড্ডয়ন ও সর্বোত্তম যাত্রী সেবা দিয়ে এরইমধ্যে যাত্রীদের পছন্দের এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে নভোএয়ার।
নভোএয়ার এর তথ্য জানতে কল করুন ১৩৬০৩ নম্বরে বা ভিজিট করুন flynovoair.com।
সাশ্রয়ী মূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে নভোএয়ার
Reviewed by BANGLA TRAVEL
on
11:06
Rating:

No comments: