ভারতে সরাসরি টুরিস্ট ভিসার ক্ষেত্রে আবারো এলো অভিনব পদ্ধতি - Bangla Travel

ভারতে সরাসরি টুরিস্ট ভিসার ক্ষেত্রে আবারো এলো অভিনব পদ্ধতি

ভারতে সরাসরি টুরিস্ট ভিসার ক্ষেত্রে আবারো এলো অভিনব পদ্ধতি । এই সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর ও সাধারণ করার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এটি আরও সহজতর করা হয়েছে।
বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসার আবেদনকারীরা ভারতে যাওয়ার নিশ্চিত টিকিটসহ (ট্রেন, বিমান, ও অনুমোদিত বাস সার্ভিস) সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখের তিন মাস আগে ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।
আগামী ১ এপ্রিল থেকে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল এবং ঢাকার মিরপুরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রসহ ৯টি আইভিএসিতে(IVAC) এ সিদ্ধান্ত কার্যকর হবে।
Indian Visa Application Centure (IVAC) থেকে সরাসরি অনলাইনে ফর্ম পূরণ করে যে কেউ আবেদনপত্র এর সাথে নিশ্চিত টিকেট সহ জমা দিলেই ভিসা পেয়ে যাবেন ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে আবেদনকারীরা সরাসরি সাক্ষাৎ করতে ও ভারত ভ্রমণের তারিখ থেকে এক মাস আগে আবেদনপত্র জমা দিতে পারেন। সরাসরি টুরিস্ট ভিসা স্কিমটি ২০১৬ সালের অক্টোবরে ঢাকায় নারী ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম চালু করা হয়, যা পরবর্তীকালে সব আবেদনকারীর জন্য ও ঢাকার বাইরের সব আইভিএসিতে সম্প্রসারিত করা হয়। এই স্কিমের আওতায় আবেদনকারী নিশ্চিত টিকিটসহ (বিমান, ট্রেন ও অনুমোদিত বাস সার্ভিস) সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের নিজেদের জন্য ও পরিবারের সদস্যদের জন্য ৯টি আইভিএসিতে কোনো পূর্বনির্ধারিত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই টুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।
মিরপুরের আইভিএসি টি শনিবার শুধু নারী আবেদনকারীদের জন্য খোলা থাকবে । নারী আবেদনকারীরা খুব সহজেই কোনো পূর্বনির্ধারিত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই টুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন ।
ভারতে সরাসরি টুরিস্ট ভিসার ক্ষেত্রে আবারো এলো অভিনব পদ্ধতি ভারতে সরাসরি টুরিস্ট ভিসার ক্ষেত্রে আবারো এলো অভিনব পদ্ধতি Reviewed by BANGLA TRAVEL on 15:09 Rating: 5

No comments:

Powered by Blogger.