জেনে নিন কক্সবাজারের দারুন কিছু স্থান সম্পর্কে - Bangla Travel

জেনে নিন কক্সবাজারের দারুন কিছু স্থান সম্পর্কে

কক্সবাজার যেন এক জাদুর শহর । বহু দূর দেশ থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন বাংলাদেশে বিশ্বের বৃহত্তম সমুদ্র  সৈকতের মোহে । এর চোখ ধাঁধানো রূপের উপযুক্ত বিশ্লেষণ করা সম্ভব নয় । কক্সবাজার হচ্ছে বাংলাদেশের পর্যটন রাজধানী । কক্সবাজার জেলার বিভিন্ন অংশ জুড়ে রয়েছে আরও বেশ কয়েকটি পর্যটন স্পট সেগুলোর কথা না বললেই নয় । আজ আমরা কক্সবাজারের কয়েকটি জনপ্রিয় স্থান সম্পর্কে তুলে ধরবো ।

ইনানী সমুদ্র সৈকত

কক্সবাজারের আরেক আকর্ষণীয় সৈকত ইনানী। এখানে রয়েছে সুবিস্তীর্ণ পাথুরে সৈকত। সমুদ্র থেকে ভেসে এসে এখানকার ভেলাভূমিতে জমা হয়েছে প্রচুর প্রবাল পাথর। এখানে এলে মিল খুঁজে পাওয়া যায় সেন্টমার্টিন সমুদ্র সৈকতের সঙ্গে।হিমছড়ি ছাড়িয়ে প্রায় আট কিলোমিটার পুবে আরেক আকর্ষণীয় সৈকত ইনানী। রিজার্ভ জীপ নিলে লাগবে ১৮০০-২৫০০ টাকা। একটি জীপে ১০-১৫জন অনায়াসেই ঘুরে আসা যায়। দু তিন জন হলে ব্যাটারি চালিত রিকশা নিয়েও যেতে পারেন। সারাদিনের জন্য সে ক্ষেত্রে ভাড়া পড়বে ১০০০-১২০০টাকা।

মহেশখালী দ্বীপ

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এ জায়গাটি মূলত বিখ্যাত এখানকার আদিনাথ মন্দিরের জন্য। আঁকাবাঁকা সিঁড়ি ভেঙ্গে আদিনাথ পাহাড়ের চূড়ায় উঠলেই পাওয়া যাবে বিখ্যাত আদিনাথ মন্দির। এ দ্বীপের দক্ষিণে রয়েছে বিস্তীর্ণ সাগর আর পশ্চিমে বিশাল বিশাল পাহাড়। এছাড়া এখানে আছে খুবই মনোরম একটি বৌদ্ধ মন্দির। মহেশখালীতে থাকার তেমন ভালো কোন ব্যবস্থা নেই। তবে সেটা কোন সমস্যাই না। কেননা কক্সবাজার থেকে সকালে গিয়ে এ দ্বীপটি ভালো করে দেখে আবার বিকেলের মধ্যেই ফেরা সম্ভব। কক্সবাজার ট্রলার ঘাট থেকে মহেশখালী যেতে পারেন স্পিড বোট অথবা ইঞ্জিন বোটে। স্পিড বোটে লাগেবে ১৫ মিনিট আর ইঞ্জিন বোটে প্রায় ১ ঘন্টা। ভাড়া যথাক্রমে ১৮০ ও ৪০ টাকা।

হিমছড়ি

সৈকত লাগোয়া আকাশ ছোঁয়া পাহাড় হিমছড়ির অন্যতম আকর্ষণ। কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরেই হিমছড়ির অবস্থান। এখানকার সৈকতের চেয়েও আকর্ষণীয় হলো এর ভ্রমণ পথ। এখানেই রয়েছে শীতল পানির ঝর্ণা । কক্সবাজার সৈকত থেকে সবসময়ই খোলা জীপ ছাড়ে হিমছড়ির উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া ৭০-১০০ টাকা। আর রিজার্ভ নিলে লাগবে ১৪০০-১৬০০ টাকা। এছাড়া রিকশা করেও যাওয়া যায় হিমছড়িতে। যাওয়া আসার ভাড়া লাগবে ৩০০-৩৫০ টাকা। আর ব্যাটারি চালিত রিকশায় গেলে যাওয়া আসার ভাড়া পড়বে ৫০০-৬০০ টাকা।
জেনে নিন কক্সবাজারের দারুন কিছু স্থান সম্পর্কে জেনে নিন কক্সবাজারের দারুন কিছু স্থান সম্পর্কে Reviewed by BANGLA TRAVEL on 20:23 Rating: 5

No comments:

Powered by Blogger.